দ্বিতীয় দিন শেষেই লর্ডস টেস্টের ফল নির্ধারণ হয়ে গিয়েছিল। ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আজ তৃতীয় দিনের প্রথম সেশনে সেটাই প্রমাণিত হলো। আড়াই দিনেরও কম সময়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিল ইংল্যান্ড।
লর্ডস টেস্টে ইনিংস ও ১১৪ রানে জিতে জেমস অ্যান্ডারসনের বিদায় উদ্যাপন করল ইংল্যান্ড। এক ঘণ্টার একটু বেশি সময়ের মধ্যে ক্যারিবিয়ানদের বাকি ৪ উইকেট তুলে নেন ইংল্যান্ডের বোলাররা। জশুয়া ডি সিলভাকে উইকেটের পেছনে জেমি স্মিথের ক্যাচ বানিয়ে আজ দিনের উইকেট উদ্যাপনের শুরুটাও করেন অ্যান্ডারসন।
অ্যান্ডারসনের দেখানো পথেই পরে ক্যারিবিয়ানদের বাকি ৩ উইকেট তুলে নেন প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া গাস অ্যাটকিনসন।
তার তোপে আজ দলীয় ইনিংসে ৫৭ রান যোগ করেন ১৩৬ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।
আজকের ৩ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিলেন অভিষিক্ত অ্যাটকিনসন। সব মিলিয়ে টেস্টে ১০৬ রান দিয়ে ১২ উইকেট নিয়েছেন তিনি। অভিষেকে ইংল্যান্ডের হয়ে যা তৃতীয় সেরা।
সব মিলিয়ে পেসারদের মধ্যেও তৃতীয় সেরা।
অ্যান্ডারসনের বিদায়ি টেস্টটা রাঙালেন অ্যাটকিনসন। সতীর্থের পরেই অবশ্য উইকেট শিকারিতে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা বোলার ৪১ বছর বয়সী অ্যান্ডারসন। দীর্ঘ ২১ বছরে টেস্ট ক্যারিয়ারের শেষ টেস্টে তার নামের পাশে উইকেট সংখ্যা ৪। প্রথম ইনিংসে ১ উইকেটের বেশি না পেলেও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেছেন তিনি। বিদায় বেলা ‘গার্ড অব অনার’ পেয়েছেন টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট শিকারির মালিক।