colombia

কলম্বিয়ার বিপক্ষে হারের পর সমর্থকদের সঙ্গে হাতাহাতি উরুগুয়ের ফুটবলারদের

কোপা আমেরিকার স্বপ্নের ফাইনাল থেকে এক ম্যাচ দূরে ছিল উরুগুয়ে। ব্রাজিলকে হারানোর পর স্বপ্ন দেখছিল কোপা আমেরিকা শিরোপা জয়ের। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে কলম্বিয়া। ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে দলটি। এমন হার মেনে নিতে পারেনি মাঠে আসা দলটির সমর্থক ও ফুটবলাররা। ম্যাচ শেষে কলম্বিয়ার টিপ্পনী কাটা সহ্য করতে না পেরে স্ট্যান্ডে উঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে উরুগুয়ের ফুটবলাররা।

ম্যাচের শেষ বাঁশি তখন বেজে গেছে। মাঠ ছাড়ছেন দু’দলের ফুটবলাররা। এমন সময় গ্যালারি থেকে উরুগুয়ের ফুটবলারদের উদ্দেশ করে টিপন্নী কাটছিলেন কলম্বিয়ার সমর্থকরা। যা মেনে নিতে না পেরে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় উরুগুয়ের সমর্থকরা। পরে নিজেদের সমর্থকদের রক্ষা করতে স্ট্যান্ডে উঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলারও।

হাতাহাতিতে জড়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক দেখা গেছে ডারউইন নুনেজকে। লিভারপুলের এই তারকা ফরোয়ার্ডকে কলম্বিয়ার সমর্থকদের ঘুষি দিতেও দেখা গেছে। এছাড়াও ওই সময় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা গেছে রোনাল্ড আরাউজো, সেবাস্তিয়ান ক্যাসেরেস, হোসে মারিয়া গিমেনেজসহ একাধিক উরুগুয়ের খেলোয়াড়কেও।

বিষয়টি নিয়ে গিমেনেজ বলেছেন, খেলোয়াড়রা অনুভব করেছিল যে তাদের পরিবারের সদ্যসরা বিপদে পড়েছেন। আর সে কারণেই পরিবার ও নিজেদের সমর্থকদের বাঁচাতে স্ট্যান্ডে ছুটে গিয়েছিলেন তারা। তবে বিষয়টি খুব সহজেই সমাধান হওয়ার কথা নয়। সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোয়
কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে উরুগুয়ের ফুটবলারদের। নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে তাদের।

এর আগে, সেমিফাইনালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এদিন বল দখলের খেলায় এগিয়ে থাকলেও ম্যাচের ৩৯ মিনিটে জেমস রদ্রিগেজের নেয়া কর্নার থেকে হেডে গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন জেফারসন লারমা। এরপর প্রথামার্ধের শেষ মিনিটে লাল কার্ড দেখে কলম্বিয়া ১০ জনের দলে পরিণত হলেও ম্যাচে সমতা টানতে পারেনি উরুগুয়ে।

আগামী ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে কলম্বিয়া। যেখানে তাদের মুখোমুখি হবে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Scroll to Top