অস্ট্রেলিয়া সফরের আগে নতুন কোচের নাম ঘোষণা করল বিসিবি

চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ হাই পারফর্মম্যান্স ইউনিট (এইচপি)। আগামী ১৩ জুলাই এইচপি দলের অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে। যেখানে দলের সফর সঙ্গী হওয়ার কথা ছিল প্রধান কোচের দায়িত্ব পালন করা ন্যাথান হেরিটজের। কিন্তু শেষ সময়ে তার বাবার অসুস্থতায় সফর বাতিল করেছেন ন্যাথান।

ন্যাথান সরে দাঁড়ানোয় অস্ট্রেলিয়া সফরের জন্য হাই পারফর্মম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্ব পেলেন কোলি কোলমোর। মূলত তিনি এইচপি ইউনিটের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন গত বছর থেকেই।

বুধবার (১০ জুলাই এইচপির প্রধান নাঈমুর রহমান দুর্জয় মিরপুরে মিটিং করেন দলের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্জয় বলেন, ‘টুর্নামেন্ট ছাড়াও আমাদের খেলোয়াড়দের জন্য একটা বড় সুযোগ। জাতীয় দলের যারা খেলছে, সেখানকার অনেক খেলোয়াড় নেয়া হয়েছে। কারণ ২০২৭ এ আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে সফর আছে, ওই খেলাটাও কিন্তু ডারউইনে হবে। তার একটা প্রস্তুতি হবে। কারণ, অনেক সময় আমরা দেখি আমাদের নতুন খেলোয়াড় বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা অচেনা পরিবেশে অভিষেক হচ্ছে।’

দুর্জয় আরও বলেন, ‘তাই সে জিনিসগুলো যেন না হয়, তার কারণে কিন্তু আমরা এইচপির প্রোগ্রামে প্রত্যেক বছরই একটা সফর থাকে, কিন্তু এটা নতুন একটা সিদ্ধান্ত এবং আমরা তাদেরকে জানিয়েছি যে আমরা ভবিষ্যতেও এটা চালিয়ে যেতে চাই, এ সিরিজটা। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা। সেটাকে কাজে লাগিয়ে খেলোয়াড়রা দেশকে সার্ভিস দেয়া জন্য তাদের তৈরি করবে, সেটাই আমরা আশা করি।’

Scroll to Top