ভারতের পরবর্তী কোচ হবেন কে? এই নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে বেশ আলোচনা। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, দলটির নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন গৌতম গম্ভীর। যার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন গম্ভীর। তবে বোর্ড এত টাকা দিতে নারাজ, যার জন্য নতুন কোচের নাম ঘোষণা করতে দেরি হচ্ছে; এমন খবর জানিয়েছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার।
গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। আর সেইসঙ্গে শেষ হয়ে যায় দলটির কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও। তারপর থেকেই নতুন কোচের খোঁজে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের খবর অনুযায়ী, কোচের লড়াইয়ে আছেন গৌতম গম্ভীর এবং ডব্লিউভি রমন। জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণার পরিকল্পনা ছিল বিসিসিআই কর্তাদের। তবে বিশেষ একটি কারণে কোচের নাম ঘোষণায় সময় নিচ্ছেন বোর্ড কর্তারা।
বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবর, কোচের হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন গৌতম গম্ভীর। তবে বেতন হিসেবে গম্ভীর যে টাকা দাবি করেছেন, তা দিতে নারাজ বোর্ড। বেতন নিয়ে দর কষাকষি চলছে। তবে খুব দ্রুতই এর সমাধান হবে বলেও জানিয়েছেন বোর্ড কর্তারা।
দ্রাবিড়ের তিন সহকারী ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পরশ মামব্রেরও মেয়াদ শেষ হয়েছে। তবে গম্ভীরের অন্যতম শর্ত হচ্ছে, তাকে তার পছন্দ মতো সহকারী কোচদের বেছে নেয়ার অধিকার দিতে হবে। তবে সহকারী কোচদের বেতন কত হতে পারে এবং সব বিষয়ে পরিষ্কার হয়ে তবেই নতুন কোচের নাম ঘোষণা করবে বোর্ড।
চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। সেখানে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, নতুন কোচ নিয়েই শ্রীলঙ্কায় যাবে ভারতীয় ক্রিকেট দল।
ভারতীয় ক্রিকেট দল বর্তমানে আছে জিম্বাবুয়েতে। সেখানে দলের সঙ্গে কোচ হিসেবে গিয়েছেন জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।