messi

আর্জেন্টিনার পরের ম্যাচ মিস করতে পারেন মেসি

কোপা আমেরিকায় সুবিধাজনক অবস্থানে আছে আর্জেন্টিনা। এক ম্যাচ হাতে রেখে নকআউটের টিকিটও পেয়ে গেছে তারা। এর মাঝেই দুঃসংবাদ হয়ে এল লিওনেল মেসির অসুস্থতা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর। রোববার (৩০ জুন ভোর ৬টায় অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। তাতে নাও খেলতে পারেন মেসি। এমন খবর জানিয়েছে আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে।

মেসি এই মুহূর্তে নাকি পুরোপুরি ফিট নন। তার শরীরের অবস্থা জানতে পরীক্ষা করবে আর্জেন্টিনা। না খেলার গুঞ্জন থাকলেও অনুশীলনে মেসির থাকার কথা রয়েছে।

গ্রুপপর্বে আর্জেন্টিনার দুই ম্যাচেই খেলেছেন মেসি। কানাডার বিপক্ষে করেছিলেন একটি অ্যাসিস্টও। তবে চিলির বিপক্ষে ১-০ ব্যধানে জয়ের ম্যাচে গোল-অ্যাসিস্ট কোনোটিই পাননি তিনি।

‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিল টপার আর্জেন্টিনা। ৩ পয়েন্ট আছে কানাডার। তিনে থাকা চিলি ও চারে থাকা পেরুর পয়েন্ট ১ করে।

Scroll to Top