scotland

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের বিশাল পুঁজি

ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকে বিদায় করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে জিততেই হবে স্কটল্যান্ডকে। প্রথমবারের মতো সুপার এইটে যাওয়ার মিশনে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি পেয়েছে স্কটল্যান্ড। গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটে যেতে হলে অস্ট্রেলিয়ার করতে হবে ২০ ওভারে ১৮১ রান।

বৃষ্টির বাধা পেরিয়ে নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে যাওয়ার মিশনে নিজেদের কাজটা করে রেখেছে ইংল্যান্ড। রানরেটেও তারা স্কটল্যান্ড থেকে বেশ এগিয়ে। তবে গ্রস আইলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে যদি স্কটল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে ইংল্যান্ডের সেই জয়ের কোন মূল্য থাকবে না।

অস্ট্রেলিয়ার কাছে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানে বিশাল পুঁজি পেয়েছে স্কটিশরা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারালেও ব্র্যান্ডন ম্যাকমুলেনের ৩৪ বলে ৬০ রানের ইনিংস এবং জর্জ মুন্সি ও রিচি বেরিংটনের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে বিশাল পুঁজি পায় স্কটল্যান্ড।

জর্জ মুন্সি ২৩ বলে ২ চার ও ৩ ছক্কার মারে করেন ৩৫ রান। আর অধিনায়ক রিচি বেরিংটন ৩১ বলে অপরাজিত ছিলেন ৪২ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ রানে ২ উইকেট পেয়েছেন ম্যাক্সওয়েল। এলিস, অ্যাগার ও জাম্পা একটি করে উইকেট পেয়েছেন।

গ্রুপ বি’তে টানা তিন জয়ে সুপার এইট আগেই নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে আজ তারা হারলেও কোন সমস্যা নেই। এদিকে ইংল্যান্ড ও স্কটল্যান্ড উভয় দলের পয়েন্ট সমান ৫ করে হলেও রানরেটে এগিয়ে থাকায় ইংল্যান্ড আছে দ্বিতীয় স্থানে।

Scroll to Top