বার্সেলোনার তিন তরুণ তারকা লামিন ইয়ামাল, পাউ কুবার্সি ও ফের্মিন লোপেজকে নিয়ে ইউরোর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণ করেছে স্পেন। তবে ইনজুরির কারণে নেই গাভি।
আগামী ১৪ জুন জার্মানিতে পর্দা উঠবে ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর। মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তিরা।
সোমবার (২৭ মে) প্রাথমিক দল ঘোষণা করেছে ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়নরাও। দলে জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগে দ্যুতি ছড়ানো রদ্রি, ডেভিড রায়া ও মার্ক কুকুরেয়ার মতো তারকারা। তবে সুযোগ পাননি টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার পেদ্রো পোরো ও পিএসজির মার্কো আসেনসিও।
বার্সেলোনার বিস্ময়বালক পাউ কুবারসি, লামিন ইয়ামাল ও ফের্মিন লোপেজ ডাক পেলেও ইনজুরির কারণে নেই গাভি। লিগামেন্টের ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন এ তরুণ। ইনজুরির কারণে নেই রিয়াল বেতিসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ইসকোও। দলে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের নায়ক হোসেলুও।
ইউরো যাত্রা শুরুর আগে ৫ জুন আন্দোরা ও ৮ জুন নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। সেখান থেকে চূড়ান্ত করা হবে ২৬ জনের দল। দল চূড়ান্ত করার শেষ দিন ৮ জুন।
দল ঘোষণা করে সংবাদ সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘সব খেলোয়াড়েরই ইউরো ২০২৪ এ জায়গা করে নেয়ার সমান সুযোগ আছে। ঝুঁকি এড়াতে ও অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে এত বড় দল দেয়া হয়েছে। এখন সংখ্যাটা বেশি। কিন্তু ইউরোতে যাওয়ার আগেই ২৬ জনকে চূড়ান্ত করা হবে। সম্ভাব্য সেরা দল বাছাই করার দিকেই নজর দিচ্ছি।’
স্পেনের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন, অ্যালেক্স রেমিরো ও ডেভিড রায়া।
ডিফেন্ডার: জেসাস নাভাস, দানি কারভাহাল, রোবিন লা নরম্যান্ড, আয়মেরি লাপোর্তে, নাচো ফের্নান্দেজ, দানি ভিভিয়ান, পাউ কুবার্সি, আলেহান্দ্রো গ্রিমালদো ও মার্ক কুকুরেয়া।
মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্দি, রদ্রি হের্নান্দেজ, মিকেল মেরিনো, ফাবিয়ান রুইজ, পেদ্রি, মার্কোস লোরেন্তে, ফের্মিন লোপেজ, অ্যালেইক্স গার্সিয়া ও অ্যালেক্স বায়েনা।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, ফেরান তোরেস, দানি ওলমো, নিকো ইউলিয়ামস, আয়োজে পেরেজ, আলভারো মোরাতা, হোসেলু মাতো ও মিকেল ওয়ার্জাবাল।