বার্মিংহামে উত্তেজনার ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড-পাকিস্তান। এজবাস্টনে সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচ শুরু হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সংস্করণে ইংল্যান্ডের সঙ্গে ৪ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপের দল ঘোষণার পর এটি পাকিস্তানের প্রথম ম্যাচ।আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন তিনজন। বিশ্বকাপের আগে সিরিজটিকে দুই দলের জন্য প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।
অন্যদিকে সিরিজের আগে নিয়োগ পেলেও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে যাত্রা করতে যাচ্ছেন সাউথ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি দেরি নেই।প্রশ্ন থাকছে, বিশ্বকাপে দলের জন্য কতটা প্রভাব রাখতে পারবেন এই কোচ।
পাকিস্তানের দল
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও উসমান খান।
ইংল্যান্ড দল
জশ বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ফিল সল্ট, মঈন আলী, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার, টম হার্টলি, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রিসি টপলি ও মার্ক উড।