নির্ধারিত সময়ের খেলা শেষ হতে পাঁচ মিনিট বাকি। তখনো স্কোরলাইন গোলশূন্য। প্রতিপক্ষের বক্সের ডান দিকে বল পেলেন থিও ওয়ালকট। ইংলিশ ফরোয়ার্ড জ্যাক উইলশেয়ারের সঙ্গে ওয়ান-টু খেলে হেডে বল বাড়ালেন অলিভিয়ের জিরুদকে। ফরাসি ফরোয়ার্ড ছয় গজ বক্সের সামনে থেকে ওভারহেড কিকে ওপরের কর্নার দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। চোখে লেগে থাকার মতো অসাধারণ এক গোল! তার এই গোলেই ইউরোপা লিগে রেড স্টার বেলগ্রেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।
বেলগ্রেডের রেড স্টার স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু কেউই গোল আদায় করতে পারেনি। দারুণ কয়েকটি সেভ করেন আর্সেনাল গোলকিপার পিওতর চেক। দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রেড স্টার বেলগ্রেডের সার্বিয়ান ডিফেন্ডার মিলান রোডিচ। ফলে স্বাগতিকরা পরিণত হয় ১০ জনের দলে। এই সুযোগে স্বাগতিকদের রক্ষণে চাপ বাড়ায় আর্সেনাল। সেটারই ফসল ৮৫ মিনিটে দলীয় প্রচেষ্টায় জিরুদের ওই গোল।
ইউরোপা লিগে আর্সেনাল জিতল প্রথম তিন ম্যাচেই। শতভাগ জয়ের ধারা ধরে রেখে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে আর্সেন ওয়েঙ্গারের দল। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাতে বরিসভ। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থকে পিছিয়ে তৃতীয় রেড স্টার বেলগ্রেড। কলোগন এখনো কোনো পয়েন্ট পায়নি।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি