নেইমারকে নিয়ে ব্রাজিলের দুঃসংবাদ!

১৮ ম্যাচের ১২টিতেই জয়। বিপরীতে ৫টি ড্র, হার মাত্র একটিতে। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পরিসংখ্যান এটা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পয়েন্ট ৪১। অন্য দলগুলো পয়েন্টের দিক দিয়ে ধারে কাছেও যেতে পারেনি ব্রাজিলের। আর ব্রাজিলের এমন আগুনঝড়া পারফরম্যান্সের নায়ক নেইমার। ‘নায়ক’কে নিয়ে একটা দুঃসংবাদই হয়তো অপেক্ষা করছে ব্রাজিল সমর্থকদের জন্য!

পিএসজির হয়ে আন্ডারলেখটের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন নেইমার। সেই চোট পিএসজির জার্সিতে লিগ ওয়ানে অঁজির বিপক্ষে মাঠে নামতে দেয়নি নেইমারকে। এখন শোনা যাচ্ছে, ওই চোটটা ব্রাজিলের হয়েও নাকি মাঠে নামতে দিচ্ছে না নেইমারকে।

চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের চোট পাওয়ার পর পিএসজি কোচ উনাই এমেরি বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখটের বিপক্ষে আঘাত পেয়েছে নেইমার। এতে ভালো বোধ করছে না সে। তার বিশ্রাম নিতে হবে। সে প্যারিসেই থাকবে।’

নেইমারকে প্যারিস ছাড়তে হচ্ছে জাতীয় দলের ব্যস্ততার কারণে। ক্লাবের সূচীতে আপাতত বিরতি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে জাতীয় দলগুলো ব্যস্ত হয়ে পড়বে বলে। কদিন পর ব্রাজিল রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে জাপান ও ইংল্যান্ডের বিপক্ষে।

১০ নভেম্বর জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার পাঁচ দিন পর ব্রাজিলের প্রতিপক্ষ ইংল্যান্ড। চোটের কারণে ওই জাপানের বিপক্ষের ম্যাচে নাও খেলতে পারেন নেইমার।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top