চলে গেলেন ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দাতাজিরো কৃষ্ণানারাও। ডিকে গায়কোয়াড নামে সমধিক পরিচিত ভারতীয় সাবেক এই ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯২৮ সালে ভারতের বরোদাতে জন্মগ্রহণ করেছেন গায়কোয়াড। এরপর ১৯৫২ সালে ভারতের জার্সিতে আন্তর্জাতিক দলে অভিষেক হয় তার। ১১ টি টেস্ট ম্যাচে ভারতীয় জার্সি পরেছিলেন গায়কোয়াড। ১৮.৪২ গড়ে ৩৫০ রান করেছিলেন তিনি। যার মধ্যে একটি হাফসেঞ্চুরি আাছে।
১৯৫৭-৫৮ মৌসুমে ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে অধিনায়ক হিসেবে গায়কোয়াডের অভিষেক হয়। সেই আসরে বরোদার হয়ে দেশটির সবচেয়ে মর্যাদাবান ঘরোয়া ক্রিকেটের শিরোপাও জিতেছিলেন তিনি।
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে গায়কোয়াড ছিলেন এক উজ্জ্বল তারকা। ১১০ ম্যাচে ৫ হাজার ৭৮৮ রান করেছেন তিনি। গায়কোয়াডের ঝুলিতে আছে ১৭ টি সেঞ্চুরির সঙ্গে ২৩ অর্ধশতকও। বল হাতে শিকার করেছেন ২৫টি উইকেট।