দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি এরই মধ্যে প্রকাশ করেছে আইসিসি। ১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এই সময়ের মাঝে বাংলাদেশের প্রস্তুতির সুযোগ আছে বিপিএল এবং দুই দ্বিপক্ষীয় সিরিজে।
বিপিএলের পরেই শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সিরিজের কড়া সূচিতে প্রবেশ করবে বাংলাদেশ। তাই আলাদা করে বিশ্বকাপ প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকছে না।
আবার একই সময়ে বাংলাদেশের সামনে আছে ১৪ টেস্টের বিশাল সূচি। তাই বিশ্বকাপ প্রস্তুতির জন্য কাটছাট হতে পারে টেস্টের সূচি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় ওদিকেই নজর রাখছে বিসিবি।
বিষয়টি নিয়ে স্পষ্ট না করলেও কিছুটা আভাস মিলেছে বিসিবির পক্ষ থেকে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে ফোকাস করছি সামনে যেহেতু বিশ্বকাপ আছে। এখন এই টেস্ট সিরিজ নিয়ে কথা হচ্ছে সিদ্ধান্ত হলে জানিয়ে দিব।’