প্রথম ইনিংস শেষেই মনে হচ্ছিল বন্ধ্যাত্ব ঘুচতে যাচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের। শেষ পর্যন্ত ঘুচলও, ফাইনালে পেশোয়ার জালমিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পিএসএলের শিরোপা জিতল কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
এতোদিন পিএসএলের সবচেয়ে \’হতভাগা\’ দল মনে করা হতো কোয়েটাকে। টানা দুইবার ফাইনাল খেলেও যে শিরোপা স্বাদ পায়নি দলটি। চতুর্থ পিএসএলে এসে তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে নেমে আজ সেই আক্ষেপ ঘুচল কোয়েটার।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শেন ওয়াটসনকে হারালেও আহমেদ শেহজাদের কার্যকরী এক ফিফটিতে বেশ ভালোই সূচনা পায় কোয়েটা। পরে আহসান আলি ও রাইলি রুশোর উপযোগী দুটি ইনিংস খেলে কোয়েটার শিরোপা নিশ্চিত করেছেন।
শিরোপা নির্ধারনী ম্যাচে আহমেদ শেহজাদ ৫২ বল খেলে ৬টি চার ১টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। চারে নেমে ৩২ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক রাইলি রুশো। তিনে নেমে আহসান আলি করেছেন ১৮ বলে ২৫ রান। যাতে ১৮তম ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪০ রান তুলে ফেলে কোয়েটা।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে \’নতুন শোয়েব আখতার\’ হিসেবে পরিচিত হয়ে ওঠা মোহাম্মদ হাসাইনের বোলিং তোপে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি পেশোয়ার জালমি। হাসাইন ৩০ রান খরচায় তুলে নেন তিন উইকেট। দুটি উইকেট নেন ডিজে ব্রাভো। পেশোয়ারের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ওমন আমিন।