অ্যাঁজার বিপক্ষে ম্যাচে গোল উৎসব করেছে এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপে। সবমিলিয়ে অ্যাঁজাকে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হারিয়েছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। শনিবার (০৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ ম্যাচ শুরু হয়। দুর্বল অ্যাঁজাকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে নেইমারকে ছাড়া খেলতে নামা উনাই এমেরির দল।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারসহ দলের গুরুত্বপূর্ণ চার সদস্যকে ছাড়াই দল সাজাতে হয় কোচ এমেরিকে। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন এমবাপে। চতুর্দশ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলেও অবদান আলভেসের। ব্রাজিলের এই রাইট ব্যাকের নিখুঁতভাবে বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার।
৩০তম মিনিটে পাল্টা আক্রমণে গোল করে মাইলফলক স্পর্শ করেন কাভানি। এ গোলের ফলে শততম গোলের মাইল ফলকে পৌঁছলেন কাভানি। ৬০তম মিনিটে গোলরক্ষকের উপর দিয়ে এবারের লিগে নিজের ১৩তম গোলটি করেন কাভানি। ৮৪তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন এমবাপে।
১২ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস