বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর জাতীয় ক্রিকেট লিগ এবং নিউজিল্যান্ড সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তারকা এই ক্রিকেটার। তামিম কি আর পেশাদার ক্রিকেট খেলবেন না, এমন প্রশ্নও উঠতে শুরু করেছিল। অবশেষে সেসব জল্পনা-কল্পনার ইতি ঘটালেন তামিম নিজেই।
আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেছেন তামিম। পরে বিকেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনও করেন এই তারকা। জানান, আগামী বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন তিনি।
পাপনের সাথে সাক্ষাত পূর্বনির্ধারিত ছিল উল্লেখ করে টাইগার ওপেনার বলেন, মিটিংটি বেশ কিছুদিন আগেই হওয়ার কথা ছিল। আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম। আমার কিছু ব্যস্ততার কারণে পিছিয়েছে। এটি গতকাল হওয়ার কথা ছিল। তবে আওয়ামী লীগের মনোনয়নের কারণে সেটি আজকে হয়েছে। কালকে থেকে বাংলাদেশের টেস্ট সিরিজ। তবে আনফর্চুনেটলি এটা (তার বৈঠক) এভাবে হয়ে গেছে।