বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরের হট ফেভারিট ছিল ভারত। তাদের ঘরের মাঠেই হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। নিজেদের উঠানে শুরু হওয়া আসরের প্রথম ম্যাচ থেকে অবিশ্বাস্য পারফরম্যান্সে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠে রীতিমতো উড়ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
আসরের প্রথম ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তাতিয়ে দেয় ভারত। সেই হারের ক্ষতে প্রলেপ দিতে দীর্ঘ অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অবশেষ তাদের সেই মোক্ষম সুযোগটা এসেও যায়। ফাইনালে ভারতকে পেয়ে রীতিমতো ধ্বসিয়ে দিয়ে বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ হারের ক্ষত শুকানোর আগেই আবার মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। বৃহস্পতিবার থেকে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি, তিন ম্যাচের ওয়ানডের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলো ১১, ১৪ ও ১৭ জানুয়ারি মোহালি, ইন্দোর ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে আফগানিস্তান। আসরে তারা সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, শ্রীলংকা ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়। বিশ্বকাপ শেষে ভারতকে তাদের মাঠে হারাতে প্রস্তুত হচ্ছেন রশিদ খান-মোহাম্মদ নবিরা।