পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে \’ব্যাটল অফ উডেন স্পুনার্স\’ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নেদারল্যান্ডস। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
বিশ্বকাপের সেমিফাইনালের আশা ইতোমধ্যে শেষ জস বাটলারদের। এদিকে বিশ্বকাপে দুই ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস। তবে লড়াইটা দুই দলের হবে আগামী ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়ার।
এখন পর্যন্ত দুই দলের ৬ বার দেখা হয়েছে। যেখানে সবকটি ম্যাচ জিতেছে ইংলিশরা। শেষবার তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কোনোরকম পাত্তাই পায়নি ডাচরা। সেই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৪৯৮ রানের রেকর্ড সংগ্রহ করেছিল। যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান।