দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। আজ সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর টানা ছয় হারে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাই বিশ্বকাপের জন্য এই ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাই জয় পেতে মুখিয়ে আছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
অন্যদিকে হ্যাটট্রিক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর নেদারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট ও ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানের জয়ে ছন্দে ফিরেছিল লঙ্কানরা। তবে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেট ও স্বাগতিক ভারতের কাছে ৩০২ রানের বিশাল ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে অনেকটা ছিটকে গেছে শ্রীলঙ্কা। কাগজে-কলমে টিকে আছে তাদের শেষ চারে খেলার সুযোগ। এই ম্যাচ জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় লঙ্কানরা। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।