এশিয়ান গেমস ফুটবলে আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি

সংগৃহীত ছবি

চীনের শহর হ্যাংঝুতে পরশু শুরু হয়ে গেছে এশিয়ান গেমস ফুটবল। এরই মধ্যে দুটি গ্রুপের খেলাও মাঠে গড়িয়েছে। ৬ গ্রুপে ২৩টা দল খেলছে। বাংলাদেশের ‘এ’ গ্রুপ এবং ‘বি’ গ্রুপের খেলা গড়িয়েছে। বাংলাদেশের জন্য আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে, বেলা ২টায়।

বাংলাদেশ-ভারত দুই দলই এশিয়ান গেমস শুরু করেছে হার দিয়ে। মিয়ানমারের কাছে বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। আর স্বাগতিক চীনের কাছে ভারতের হার ৫-১ গোলে। নক উটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে উভয় দলের জন্য আজকের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ।

জিতলে নক আউটের সম্ভাবনা টিকে থাকবে, হারলে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। এমন সমীকরণ মাথায় নিয়ে হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। আগের ম্যাচে নিজেদের ভুলে হেরেছে বাংলাদেশ। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে গিয়ে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে। তবে ম্যাচজুড়েই ছিল লড়াইয়ের মানসিকতা।

মিয়ানমারের বিপক্ষে যে মানের ফুটবল খেলেছে সেটা ভারত ম্যাচেও ধরে রাখতে চায় হাভিয়ের কাবরেরার দল। মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলছিলেন, ‘আগের ম্যাচ আমরা যেভাবে খেলেছি সেটা আগামীকাল (আজ) খেলতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।’