এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ দল । নামের পাশে কোনো পয়েন্ট নেই। সেপ্টেম্বর ১৫ তারিখে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জিতলেও ফাইনালে খেলার কোনো আশা নেই বললেই চলে। তবে এবারের এশিয়া কাপের অনেক হিসাব নিকাশই বদলে দিচ্ছে বৃষ্টি।
আজ সোমবার রিজার্ভ ডেতেও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে চলছে অনিশ্চয়তা। এর সুবিধা কি পাবে টাইগাররা?
বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা খুঁজতে নজর দেওয়া যাক পয়েন্ট টেবিলে। বাংলাদেশকে হারিয়ে ইতোমধ্যেই শ্রীলঙ্কা এবং পাকিস্তান ২ পয়েন্ট করে পেয়েছে। আজ যদি ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে ৩, ভারতের ১।
এরপর আগামীকাল ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারত জিতলে তাদের পয়েন্ট হবে ৩। আর শ্রীলঙ্কা জিতলে পয়েন্ট হবে ৪। ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও শ্রীলঙ্কার পয়েন্ট ৩ হয়ে যাবে। ভারতের পয়েন্ট হবে ২। পাকিস্তানের পয়েন্ট তো আগে থেকেই ৩।
১৪ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলের পয়েন্টই হবে ৪ করে। আর ম্যাচে ফলাফল এলে জয়ী দলের পয়েন্ট হবে ৫। পরাজিত দলের পয়েন্ট থাকবে ৩। অন্যদিকে, বাংলাদেশ তাদের শেষ ম্যাচে ভারতকে হারালেও সর্বোচ্চ ২ পয়েন্ট পাবে।
ম্যাচটি পরিত্যক্ত হলে ভারতের পয়েন্ট হয়ে যাবে ৩, আর বাংলাদেশের ১। সুতরাং, বাংলাদেশের আশা নেই বললেই চলে। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান আর শ্রীলঙ্কাই এই মুহূর্তে নিরাপদ অবস্থানে আছে। আর বৃষ্টির কারণে ভারত আছে বিপদে।