এশিয়া কাপ: ৫৫ রানের জুটি গড়ে ফিরে গেলেন মিরাজ

সংগৃহীত ছবি

দুই দিকে চোখ রেখে আজ ম্যাচে নেমেছে বাংলাদেশ। আকাশে আর মাঠে! মানে কলম্বোয় বৃষ্টির পূর্বাভাসে আজ ম্যাচ ভেস্তে যাওয়ার ভয় থাকছে। আবার মাঠের লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতা দূর করার চ্যালেঞ্জও থাকছে। সুপার ফোরের এমন পরিস্থিতির ম্যাচটাই যে এশিয়া কাপে টাইগারদের টিকে থাকার লড়াই নিয়ে।

আবারও ওপেনিংয়ে সুযোগ পেয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে ব্যক্তিগত ২৮ রানে থামতে হয়েছে এই ডানহাতিকে।

দাসুন শানাকর করা ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে মিরাজকে তুলে নেন শানাকা। তাতে ৫৫ রানে প্রথম উইকেটের পতন হলো টাইগারদের।

২৯ বলে ৪ চারে ২৮ রান করেছেন টানা তৃতীয় ম্যাচে ওপেন করতে নামা মিরাজ।