এশিয়া কাপ: লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন হাসান

সংগৃহীত ছবি

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য প্রথম সাফল্য এনে দেয় পেসার হাসান মাহমুদ।

ষষ্ঠ ওভারের প্রথম দুই বলেই হাসানকে চার হাঁকান দ্বিমুখ করুণারত্নে। কিন্তু তৃতীয় বলে আঘাত হানেন এই টাইগার পেসার। ব্যাকঅব লেন্থ থেকে খানিকটা আউট সুইং করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে ছিলেন দিমুথ করুণারত্নে। ব্যাটের বাইরের দিকের কানায় লেগে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। ১৭ বলে ১৮ রান করে ফিরে যান এই ব্যাটার।

৬ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান।