টসে জিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো

সংগৃহীত ছবি

আজ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামছে লাল-সবুজের দল। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে জিতে সুপার ফোর নিশ্চিত করলেও ফের খাদের কিনারায় টাইগাররা।

ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বাংলাদেশ দলের কোনো বিকল্প নেই। বাঁচা মরার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন এসেছে মাত্র একটি। পাকিস্তানের কাছে হারের পর আজকের ম্যাচে একাধিক পরিবর্তনের গুঞ্জন থাকলেও তা হয়নি। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে সাকিব জানিয়েছেন মাত্র একটি পরিবর্তন নিয়েই আজ লঙ্কানদের মুখোমুখি হচ্ছে তারা। পাকিস্তান ম্যাচে একাদশে থাকা আফিফ হোসেন আজ খেলছেন না। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ

নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শামিম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল হাসান, নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাথিশা থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।