কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কা্র বিপক্ষে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। শ্রীলংকা একটি রেকর্ড গড়ার জন্য ব্যাকুল। আজ জিতলে ওডিআইতে টানা ১৩তম জয়ের স্বাদ পাবে তারা।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল।
তবে সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে জয়ের রেকর্ড বেশ ভালো। গত চার ম্যাচের মধ্যে দু’টিতেই জয় পেয়েছে টাইগাররা।
লাহোর থেকে দুই রকম অভিজ্ঞতা নিয়ে কলম্বোয় ফিরেছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। শ্রীলংকার বিপক্ষে হতশ্রী ব্যাটিংয়ের পর আফগানিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। কিন্তু পাকিস্তানের কাছে আবারও ব্যাটিং ব্যর্থতায় বড় হার। এদিকে শ্রীলংকার ম্যাচের পর মুশফিকুর রহিমের দেশে ফেরার খবর দলের জন্য আরেকটি বড় ধাক্কা হতে পারে। ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বরের ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন মুশফিক। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরছেন পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৬৪ রান করা ৩৬ বছর বয়সি মুশফিক। এরআগে ইনজুরি এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছে ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।
এদিকে শ্রীলংকায় টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটকে সাহায্য করার পাশাপাশি বল থ্রোয়ার হিসাবেও কাজ করবেন তিনি। শ্রীলংকার বিপক্ষে আজ ব্যাটিং লাইনআপে কিছুটা পরিবর্তন আনবে টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ নাঈমের সঙ্গে লিটন দাসকে ওপেনে ফেরানো হতে পারে। ‘মেক শিফট’ ওপেনার হিসাবে দুই ম্যাচে ব্যাট করা মেহেদী হাসান মিরাজকে আবার আটে নামিয়ে আনার সম্ভাবনা রয়েছে। তিনে পদোন্নতি দেওয়া হতে পারে আফিফ হোসেনকে। একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা কম। লাহোরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করেছেন ক্রিকেটাররা। সেই তুলনায় কলম্বোয় গরম কিছুটা কম। সর্বোচ্চ ৩০ ডিগ্রি তাপমাত্রা। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ শ্রীলংকার রাজধানীতে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ বৃষ্টির পেটে চলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। পাল্লেকেলের উইকেটের চেয়ে প্রেমাদাসার উইকেট মন্থর ও লো বাউন্সের। সর্বশেষ কয়েক বছর অবশ্য এই মাঠে প্রথম ইনিংসে ভালো রান হয়েছে।
এদিকে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে শ্রীলংকা। আজ জিতলেই ওয়ানডেতে সর্বোচ্চ টানা জয়ের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে যাবে শ্রীলংকা। সর্বশেষ ১২ ম্যাচেই জিতেছে তারা। তবে এই সময়ে র্যাংকিংয়ে থাকা শীর্ষ ছয় দলের সঙ্গে খেলেনি লংকানরা। সমান ১২টি করে টানা জয় রয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের। টানা ২১ জয় নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া।