এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১৯৩ রানে অলআউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে ৬৩ বল হাতে রেখেই জয় পায় পাকিস্তান।
গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ছোট লক্ষ্যে খেলতে নেমে সাবধানী শুরু করে পাকিস্তান। সুইংয়ের দারুণ ব্যবহারে দুর্দান্ত বল করেন শরিফুল ইসলাম। যদিও উইকেটের দেখা মিলছিল না। ইনিংসের নবম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ, সেটিও এনে দেন শরিফুলই। তার বলে আউট হওয়ার আগে ৩১ বলে ২০ রান করে এলবিডব্লিউ হয়ে যান তিনি।
১৯৩ রানের ছোট্ট লক্ষ্য পেরোতে ইমাম উল হকের ৭৮ এবং মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৬৩ রান দারুণ ভূমিকা রাখে। এর মাঝে ফখর জামানের ২০ ও বাবর আজমের ১৭ রান উল্লেখযোগ্য। টাইগারদের সাফল্য বলতে শরীফুল ২৪ রানে ১টি তাসকিন ৩২ রানে ১টি এবং মিরাজ একটি উইকেট নেন।
গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেন সাকিব। মিরাজ (০) আজ নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলে ফেরা লিটনও (১৬) ব্যর্থ হন। নাইম শেখ (২০) চেষ্টা করেও বেশিদূর এগোতে পারেননি। তাওহীদ হৃদয়ও (২) ছিলেন বিবর্ণ।
৫০ পেরোনোর আগেই ৪ উইকেট হারানো বাংলাদেশের এলোমেলো ইনিংসকে জোড়া লাগান সাকিব-মুশফিক জুটি। অভিজ্ঞ এই জুটি থেকে বরাবর ১০০ রান আসে। ৫৭ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলকে ছোট স্কোরের লজ্জা থেকে বাঁচিয়ে যান টাইগার অধিনায়ক।
তিনি ফেরার পর মুশফিকও বেশিদূর যেতে পারেননি। শামীমকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন। শামীম ১৬ রানে ফেরার পর মুশফিকও ফিরে যান। ফেরার আগে ৮৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেন এই উইকেট রক্ষক ব্যাটার। পরে আফিফ ১২ রান করলে প্রায় দুশো ছোঁয়া স্কোর পায় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে বল হাতে আগুন ঝরান হারিস রউফ। মাত্র ১৯ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট। ৩টি উইকেট নেন নাসিম শাহ। শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার একটি করে উইকেট নেন।