প্রথমে শরিফুল-তাসকিনের জোড়া আঘাত

সংগৃহীত ছবি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। বল হাতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম।

মাত্র ১৯৩ রানের লক্ষ্য পাকিস্তানের সামনে দাঁড় করিয়েছে বাংলাদেশ। বোলারদেরই যা করার করতে হবে। বাংলাদেশি বোলাররা অবশ্য চাপে রেখেছেন পাকিস্তানকে। হাত খুলে খেলতে দিচ্ছেন না পাকিস্তানি ব্যাটারদেরকে।

প্রথমে ৫৫ বলে ৩৫ রান তোলা পাকিস্তানের উদ্বোধনী জুটিটি ভেঙেছেন শরিফুল ইসলাম। তার দুর্দান্ত ডেলিভারি মিস করে এলবিডব্লিউ হয়েছেন ফাখর জামান (৩১ বলে ২০)।

এরপর বাবর আজমকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। তাসকিনের নিচু হয়ে যাওয়া ডেলিভারি বাবরের (২২ বলে ১৭) ব্যাটে লেগে ভেঙে যায় স্টাম্প।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান। ইমাম উল হক ৪৩ আর মোহাম্মদ রিজওয়ান ১২ রানে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯৩ রান সংগ্রহ করে। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৯৪ রান।