এশিয়া কাপ: নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

সংগৃহীত ছবি

পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ভারতের। তবে নেপালের বিপক্ষে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি অনায়াসে জিতে সুপার ফোর নিশ্চিত করেছে এশিয়ার অন্যতম পরাশক্তিরা। তাদের বিপক্ষে প্রথবার মুখোমুখি হওয়া নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলতে নামা নেপাল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। পাকিস্তান এই গ্রুপ থেকে এরই মধ্যে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে।

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৩০ রানে অল আউট হয় নেপাল। জবাবে ২০.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৭ রান করে ভারত।

ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত ও গিল মিলে শেষ করে আসেন ম্যাচ। ৫৯ বলে ৭৪ রানে রোহিত ও ৬২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন গিল।

সেপ্টেম্বরের এই সময়টা শ্রীলঙ্কায় বৃষ্টির ভরা মৌসুম। এশিয়া কাপের শ্রীলঙ্কা পর্বের ম্যাচে বৃষ্টি যেন দলগুলোর আরেক প্রতিপক্ষ হয়ে উঠেছে। আজকের ম্যাচের আগেও আবহাওয়ার পূর্বাভাস ছিল ভারী বৃষ্টিপাতের। নেপাল ইনিংসের ৩৭.৫ ওভার পরই বৃষ্টি হানা দেয়। নেপাল ৫০ ওভার শেষ করতে পারলেও ভারত ইনিংসের তৃতীয় ওভারে আসা বৃষ্টি পুরো ৫০ ওভার খেলা হতে দেয়নি।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে নেপাল। উদ্বোধনী জুটিতে কুশাল ভারতেল ও আসিফ শেখ মিলে তোলেন ৬৫ রান। ২৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে শার্দুল ঠাকুরের শিকারে পরিণত হন কুশাল। আরেক ওপেনার আসিফ অবশ্য খেলেন মন্থর ইনিংস। ৯৭ বলে ৫৮ রান করে সিরাজের বলে বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন আসিফ।

দারুণ শুরু করেও রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণিতে খেই হারায় নেপাল। ৭৭ থেকে ১০১, মাত্র ২৪ রানের ব্যবধানে তিন উইকেট হারায় তারা। এরপর নেপালের হাল ধরেন দীপেন্দ্র সিং ও সম্পাল কামি। ভালো করার সম্ভাবনা জাগিয়েও ২৫ বলে ২৯ রান করে হার্দিক পান্ডিয়ার বলে লেগ বিফোর হন দীপেন্দ্র।

এরপর দলকে টেনে নেন কামি। ৫৬ বলে ৪৮ রান করা কামিকে থামান শামি। শামির বলে কিষাণের হাতে ক্যাচ দেন তিনি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে নেপাল থামে ২৩০ রানে।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন জাদেজা ও সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর :

নেপাল : ৪৮.২ ওভারে ২৩০/১০। (কুশাল ৩৮, আসিফ ৫৮, ভীম ৭, রোহিত ৫, মাল্লা ২, গুলশান ২৩, দীপেন্দ্র ২৯, কামি ৪৮, লামিচানে ৯, করন ২*, ললিত ০ ; শামি ৭-০-২৯-১, সিরাজ ৯.২-১-৬১-৩, পান্ডিয়া ৮-৩-৩৪-১, শার্দুল ৪-০-২৬-১, জাদেজা ১০-০-৪০-৩, কুলদীপ ১০-২-৩৪-০)।

ভারত : ২০.১ ওভারে ১৪৭/০। (রোহিত ৭৪* , গিল ৬৭* ; করন ৪-০-২৬-০, কামি ২-০-২৩-০ , ললিত ৪-০-২৪-০ , লামিচানে ৪-০-৩৯-০ , দীপেন্দ্র ২-০-১২-০, মাল্লা ৩-০-১১-০, ঝা ১.১-০-১১-০ )

ফলাফল : বৃষ্টি আইনে ভারত ১০ উইকেটে জয়ী।