এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও অসুস্থতার কারণে ছিটকে গিয়েছিলেন লিটন কুমার দাস। তবে বাংলাদেশ দল সুপার ফোরে পা রাখায় এবং লিটন দাস সুস্থ হওয়ায় তাকে আবারও দলভক্ত করতে চাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় পাকিস্তানে উড়িয়ে নেওয়া হচ্ছে এই টাইগার ওপেনারকে।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে যোগ দিতে আজ (৪ সেপ্টেম্বর) পাকিস্তান যাচ্ছেন লিটন দাস। এখনো কাজ চলছে কিভাবে লিটনকে দলে অন্তর্ভূক্ত করা হবে। শ্রীলঙ্কা থেকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ রাত সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজে লিটন দাসের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে লাহোরের ফ্লাইট ধরবেন তিনি।
জ্বরের কারণে এশিয়া কাপে খেলা প্রায় অনিশ্চিত ছিল লিটনের। তার বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয় এনামুল হক বিজয়কে।
তবে গত বৃহস্পতিবারই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, দল সুপার ফোরে গেলে সুস্থ হওয়া সাপেক্ষে লিটন যোগ দেবেন।
প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ে সুপার ফোর অনেকটাই নিশ্চিত টাইগারদের। তাই ওপেনিংয়ের খড়া কাটাতে দলে যোগ দিচ্ছেন লিটন দাস।