২০১৩ এর স্মৃতি আত্মবিশ্বাস জোগাবে টাইগারদের

সংগৃহীত ছবি

আগামী ৩১শে আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলের এই ভেন্যুতে সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৩ সালের ২৮শে মার্চ এই ভেন্যুতেই শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের টাইগাররা।

পাল্লেকেলের ভেন্যুতে এখন পর্যন্ত একবারই খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালে শ্রীলংকা সফরে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি পাল্লেকেলেতে খেলে বাংলাদেশ।

ঐ ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। তিলকরত্নে দিলশানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। ১২টি চারে ১২৮ বলে ১২৫ রান করেছিলেন দিলশান। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১০ ওভারে ৬২ রানে ৫ উইকেট নেন।

জবাবে বৃষ্টি আইনে ২৭ ওভারে ১৮৩ রানের টার্গেট পায় বাংলাদেশ। ২৬ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তুলে দারুণ জয়ের স্বাদ পায় টাইগাররা।

নাসির হোসেন ২৭ বলে অপরাজিত ৩৩, এনামুল হক বিজয় ৪০, মোহাম্মদ আশরাফুল ২৯ ও জহিরুল ইসলাম ২৬ রান করেন। সে সময় বাংলাদেশের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।