বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রায় সপ্তাহ দেড়েক মিরপুরে অনুশীলন করেছে । লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। গত ২৪ আগস্ট মিরপুরে এসে বৈঠক করেছেন। তবে তিনি অনুশীলন করেননি।
সাকিব অবশ্য সন্তুষ্ট ক্রিকেট দলের প্রস্তুতিতে। শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান কথা বলেছেন এশিয়া কাপে দলের লক্ষ্য নিয়েও। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগে ওয়ানডের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তিনি নিজেই ।
সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা রান পায়। এবারো তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে।তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’
অধিনায়ক সাকিব আরো বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারো ভালো খেলতে চাই।
এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করব।’