তৃতীয়বারের মতো বাবা হলেন তাসকিন আহমেদ

সংগৃহীত ছবি

তৃতীয়বারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এক কন্যাসন্তানকে স্বাগত জানালেন তাসকিন-রাবেয়া দম্পতি। এর আগে তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল।

বুধবার মধ্যরাতে তাসকিন তার ফেসবুক ওয়ালে এই সুখবরটি শেয়ার করেন।

পোস্টে তাসকিন লিখেছেন, আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে স্বাগত জানান তাসকিন। এবার তিনি তৃতীয় সন্তানের বাবা।

৩১ অক্টোবর,২০১৭ তারিখে, তাসকিন আহমেদ তার দীর্ঘদিনের সঙ্গী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন। ৩০ সেপ্টেম্বর, ২০১৮-এ, খ্যাতিমান পেসার প্রথমবারের মতো পিতৃত্বের অভিজ্ঞতা লাভ করেন। তাশফিন আহমেদ রিহান তার প্রথম সন্তান।