বিশ্বকাপের দিনক্ষণ গণনা শুরু হয়নি। তবে দেখতে দেখতে আসছে ক্রিকেটের জমজমাট আসর। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব ক্রিকেট ক্রিকেট শুরুর আর বাকি মাত্র ৫৯ দিন।
চার দিকে সাজ সাজ রব। কম বেশি সবগুলো দলইকে দলে দলে গঠন করতে পারে। যদিও প্রতিযোগী দল মতানুযায়ী, বাংলাদেশ শ্রী, শ্রী ও আফঙ্কা খেলা শুরুর ৫ সপ্তাহ আগে পূর্বের শেষ প্রান্ত থেকে আরম্ভ করে আরলিঙ্ক মহাদেশীয় ক্রিকেটের লড়াইয়ের লড়াইয়ে ভারত সেরা নাম। টিম এশিয়া কাপ আগে শুরু হবে পরশু, ৮ আগস্ট থেকে।
চারদিকে সাজ সাজ রব। কম বেশি সবগুলো দলই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। যদিও পাঁচ প্রতিযোগী দল অর্থাৎ- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান বিশ্বকাপ শুরুর ৫ সপ্তাহ আগে চলতি মাসের একদম শেষ দিক থেকে পাকিস্তান আর শ্রীলঙ্কায় মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। টিম বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি আগে শুরু হবে পরশু, ৮ আগস্ট থেকে।
বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি বর্তমানে ঢাকায় যাচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামীকাল সোমবার রাজধানীতে আসবে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি।
রাজধানী ঢাকায় এই ট্রফির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামী ৭ আগস্ট মাওয়া বহুমুখী সেতুতে আনুষ্ঠানিক ফটো সেশন অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।
বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে জাতীয় দলের সদস্য, মহিলা জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।
আগামী ৯ আগস্ট বুধবার বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ পাবে সাধারণ মানুষ। প্রদর্শনীটি হবে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি বসুন্ধরা শপিং মলে সর্বসাধারণের প্রদর্শনে থাকবে।