ফাইনালে মুশফিকের জায়গা হয়নি, শিরোপা খুইয়েছে জোবার্গ বাফেলোস

ফাইনালে মুশফিকের জায়গা হয়নি, শিরোপা খুইয়েছে জোবার্গ বাফেলোস
সেমিফাইনালে দলকে জিতিয়ে এভাবে মুশফিককে কাঁধে নিয়ে উদযাপন করেছিলেন ইউসুফ : ফেসবুক থেকে সংগৃহীত ছবি

জিম আফ্রো টিন-টেন লিগের ফাইনালে ডারবান কালান্দার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় হারে জোবার্গ বাফেলোস শিরোপা খুইয়েছে। প্রথম কোয়ালিফায়ারে দলে থাকলেও ফাইনাল ম্যাচের একাদশে জায়গা হয়নি মুশফিকুর রহিমের।

আজ শনিবার (২৯ জুলাই) হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে জোবার্গ। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডারবান।

২২ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪৩ রানে অপরাজিত থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই। এছাড়া টিম সেইফার্টের ১৪ বলে ৩০, আন্দ্রে ফ্লেচারের ১১ বলে ২৯ ও আসিফ আলির ৯ বলে অপরাজিত ২১, দলকে শুরু থেকেই জয়ের পথে রাখে। জোবার্গের হয়ে ২ উইকেট নেন উসমান শিনওয়ারি।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও টম ব্যান্টনের ব্যাটে দুর্দান্ত শুরু পায় জোবার্গ। হাফিজ ১৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করে আউট হন। ব্যান্টন ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৬ রান করে ক্রিজ ছাড়েন। এছাড়া ইউসুফ পাঠান ১৪ বলে ২৫ ও রবি বোপারা ২০ বলে ২২ রান করেন।

ডারবানের হয়ে একটি করে উইকেট তুলে নেন তৈয়ব আব্বাস, জর্জ লিন্দে, ব্রাড ইভান্স ও আজমতউল্লাহ ওমরজাই।

এর আগে প্রথম কোয়ালিফায়ারে ডারবানকে হারিয়েই ফাইনালে পা রেখেছিল জোবার্গ। ছক্কা বৃষ্টিতে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন ইউসুফ। ২৬ বলে ৪ চার ও ৯ ছক্কায় ওই ম্যাচে তিনি অপরাজিত ৮০ রান করেন। ১০ বলে ২ চারের মারে ১৪ রান করে তাকে সঙ্গ দিয়েছিলেন মুশফিক। তবে এ টাইগার উইকেটরক্ষক ব্যাটারের জায়গা হয়নি ফাইনালে।