প্রথমবারের মতো ইতালির কাছে হারাল আর্জেন্টিনা

প্রথমবারের মতো ইতালির কাছে হারাল আর্জেন্টিনা
ইতালির আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এস্তেফানিয়া বানিনি - সংগৃহীত ছবি

হার দিয়ে নারী বিশ্বকাপে আসর শুরু করলো আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের স্বাদ পেল দলটি। এ দিকে নারী ফুটবলে প্রথমবারের মতো মাঠে নেমেছিল দুদল। ফলে ইতালির জন্য আর্জেন্টিনার বিপক্ষে এটিই প্রথম জয়।

আজ সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টায় নিউজিল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে ফিফা নারী বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয় ইতালি। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় ইতালি। দলটির পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানা গিরেলি।

আর্জেন্টিনার ফুটবল দল হিসেবে লিওনেল মেসিরা যতটা শক্তিশালী নারী দল ততটা শক্তিশালী নয়। ম্যাচের মধ্যেও তার প্রমাণ দেখা গেছে। সমানে সমান বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা-ইতালি অংশ নিলেও আক্রমণে এগিয়ে ছিল ইতালি। দলটি ১১ বার আর্জেন্টিনার ডেরায় আক্রমণ করেছে। যার মধ্যে ৩টি ছিল অনটার্গেট।

তবে আর্জেন্টিনা সেভাবে আক্রমণে যেতে পারেনি। মাত্র ৫বার গোলমুখে শট নিতে পেরেছে আকাশি-নীলরা। এর মধ্যে মাত্র ১টি শট ছিল লক্ষ্যে। সেটিও ছিল দুর্বল, যা থেকে কাঙ্ক্ষিত ফল আসেনি। তাতে অনুমিতভাবে দলটি পিছিয়ে ছিল ম্যাচটিতে।

এ দিকে আর্জেন্টিনা আক্রমণে শাণ দিতে না পারলেও রক্ষণে বেশ ভালো করেছে। বলা চলে, ম্যাচের শেষ পর্যন্ত ইতালিকে আটকিয়ে রেখেছিল আলবিসেলেস্তেরা। তবে ৮৭ মিনিটে সেই চেষ্টা ব্যর্থ হয়। ইতালির ডিফেন্ডার লিসা বোটিনের ক্রস থেকে সফল কিক নেন বদলি হিসেবে নামা ক্রিস্টিয়ানা গিরেলি। আর তাতেই ম্যাচের গতিপথ বদলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।