বল হাতে নিয়েছেন আজম খানের উইকেট। পরে ব্যাট হাতে ৩৬ রান। সাকিব আল হাসান করেছেন অলরাউন্ডিং পারফর্ম। যা মন্ট্রিয়েল টাইগার্সকে এনে দিয়েছে ৭ উইকেটের জয়।
টস জিতে ফিল্ডিংয়ে নামে সাকিবের দল টাইগার্স। মিসিসোগা প্যানথার্স আগে ব্যাট করে ১৪০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন।
কালিম সানা তিনটি, কার্লোস ব্র্যাথওয়েট দুটি ও সাকিব একটি উইকেট শিকার করেছেন।
১৪২ রান টাইগার্স টপকে যায় ২৫ বল হাতে রেখেই। ক্রিস লিন সর্বোচ্চ ৬৪ রান করেছেন।