সাকিবের অলরাউন্ডিং পারফর্মে মন্ট্রিয়েল টাইগার্সের জয়

সাকিবের অলরাউন্ডিং পারফর্মে মন্ট্রিয়েল টাইগার্সের জয়
ইএসপিএন ক্রিকইন্ফো সংগৃহীত ছবি

বল হাতে নিয়েছেন আজম খানের উইকেট। পরে ব্যাট হাতে ৩৬ রান। সাকিব আল হাসান করেছেন অলরাউন্ডিং পারফর্ম। যা মন্ট্রিয়েল টাইগার্সকে এনে দিয়েছে ৭ উইকেটের জয়।

টস জিতে ফিল্ডিংয়ে নামে সাকিবের দল টাইগার্স। মিসিসোগা প্যানথার্স আগে ব্যাট করে ১৪০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন।

কালিম সানা তিনটি, কার্লোস ব্র্যাথওয়েট দুটি ও সাকিব একটি উইকেট শিকার করেছেন।

১৪২ রান টাইগার্স টপকে যায় ২৫ বল হাতে রেখেই। ক্রিস লিন সর্বোচ্চ ৬৪ রান করেছেন।