ভারতের নারী দলের অধিনায়ক যে শাস্তি পেতে যাচ্ছেন

হারমানপ্রীতের কঠিন শাস্তি দাবি ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর মাঠ ও মাঠের বাইরে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এজন্য তিনি ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা পেতে যাচ্ছেন।

জরিমানা ছাড়াও ৪ ডি মেরিট পয়েন্টও পাবেন হারমানপ্রীত। এর মধ্যে মাঠের আচরণের জন্য ৩ ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তার কথার জন্য ১ ডিমেরিট পয়েন্ট পাবেন।

আজ রোববার এক ম্যাচ কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে জনপ্রিয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। হারমানপ্রীতের কর্মকাণ্ডে আইসিসির ধারা ২ লঙ্ঘন হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

গতকাল শনিবার ম্যাচের ৩৪তম ওভারের সময় নাহিদা আক্তারের বলে আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন হারমানপ্রীত। এ সময় অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদকে উদ্দেশ্য করেও কিছু বলতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে প্রেজেন্টেশনের সময়ও আম্পায়ারদের নিয়ে সমালোচনা করেন তিনি।

ক্রিকবাজকে ওই ম্যাচ কর্মকর্তা বলেন, ‘মাঠের আচরণের জন্য (উইকেট ভাঙা) তাকে (হারমানপ্রীত) ৫০ শতাংশ জরিমানা করা হবে। আর প্রেজেন্টেশন অনুষ্ঠানের সময় তিনি যেভাবে সমালোচনা করেছেন সেজন্য তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হবে।’

গতকাল ম্যাচ শেষে হারমানপ্রীত বলেছিলেন, ‘ম্যাচ থেকে অনেক কিছুই শেখার আছে বলে মনে করি। এমনকি খেলার বাইরেও, যে ধরনের আম্পায়ারিং এখানে হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত ছিলাম। পরবর্তীতে আমরা যখন বাংলাদেশে আসব, আমরা প্রস্তুত হয়েই আসব এখানে এই ধরনের আম্পায়ারিংয়ের শিকার আমাদের হতে হবে।’