সেমিফাইনালে ভারতকে ২১১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ

সেমিফাইনালে ভারতকে ২১১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ
ইএসপিএন ক্রিকইন্ফো সংগৃহীত ছবি

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে যেতে ভারত ‘এ’ দলের বিপক্ষে সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করা ভারতকে মাত্র ২১১ রানে গুটিয়ে দিয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নির্ধারিত ৫০ ওভারে জয়ের জন্য লাল সবুজের প্রতিনিধিদের করতে হবে ২১২ রান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুক্রবার (২১ জুলাই) প্রথম উইকেটে বাংলাদেশের বিপক্ষে ২৯ রানের জুটি গড়ে ভারত। ওপেনার সাই সুদর্শন ২১ রান করে তানজিম হাসান সাকিবের বলে আকবর আলিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কিছুক্ষণ পর ঘটে বিতর্কিত এক ঘটনা। রাকিবুল হাসানের বলে নিকিন জোসেকে স্টাম্পিং করেন আকবর আলি। আম্পায়ার আউটের সিদ্ধান্তও দেন। কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত বদল করেন তিনি।

সেই নিকিন জোসেন বিদায় নেন দলীয় ৭৪ রানে। তাকে শিকারে পরিণত করেন অধিনায়ক সাইফ হাসান। স্কোর বোর্ডে আর ২ রান যোগ হওয়ার পর বিদায় নেন আরেক ওপেনার অভিষেক শর্মা। শর্মা ৬৩ বলে করেন ৩৪ রান।

এরপর ইয়াশ ধুল একপ্রান্ত আগলে ধরলেও টাইগারদের বোলিং তোপে একে একে ফিরে যান নিশান্ত সিন্ধু, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। সিন্ধু ৫, পরাগ ১২ ও জুরেল এক রান করেন। এদের মধ্যে সিন্ধুকে রাকিবুল, পরাগকে সাকিব ও জুরেলকে আউট করেন মেহেদী হাসান।

৬ উইকেট হারালেও ধৈর্যশীল ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন ধুল। মানভ সুথারকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন তিনি। ২১ রানে মানভকে রানআউট করেন জাকির হাসান। ১৫ রানে সৌম্য সরকারের শিকার হন হাঙ্গারগেকার। তখনও একপ্রান্ত আগলে খেলছিলেন ধুল। শেষ পর্যন্ত ৬৬ রানে আউট হন তিনি।