শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের ম্যাচটি চতুর্থ দিনে জমে উঠেছিল। পাকিস্তানকে অল্প রানের লক্ষ্য দিয়েও লঙ্কান বোলাররা দ্রুত তাদের তিন উইকেট তুলে নিয়েছিল। শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮৩ রান আর শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭ উইকেট। পাল্লাটা পাকিস্তানের দিকে বেশি ভারি থাকলেও, লঙ্কানদের নিয়েও কিছুটা আশা ছিল। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের ব্যাটসম্যানরা অসম্ভব কিছু হতে দেয়নি। পঞ্চম দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই পাকিস্তান ৪ উইকেটে জয় তুলে নেয়।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৩১ রানের লক্ষ্য নিয়ে পাকিস্তান মাঠে নেমেছিল। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই সফরকারীরা তিন উইকেট হারিয়ে বিপদে পরে। তখন এই অল্প লক্ষ্যও অনেক বড় মনে হচ্ছিল তাদের কাছে। তবে বৃহস্পতিবার (২০ জুলাই) গল টেস্টের পঞ্চম দিনে ইমাম-উল হকের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেমেছিল ৩১২ রানে। জবাবে সৌদ শাকিলের দ্বিশতকের উপর ভর করে ৪৬১ রানের বড় পুঁজি পেয়েছিল পাকিস্তান। ম্যাচের এখানেই এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩১ রানের। তবে তাতেও এক সময় হারের শঙ্কা জেগেছিল পাকিস্তানের।
পঞ্চম দিনের শুরুতেই বাবর আজমকে হারায় পাকিস্তান। ২৪ রান করেন পাক অধিনায়ক। এরপর প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরি করা শাকিলকেও তুলে নেন মেন্ডিস। তবে ততক্ষণে জয়ের বন্দরে প্রায় পৌঁছে গেছে পাকিস্তান। শেষ দিকে সরফরাজ আহমেদের উইকেট হারায় পাকিস্তান। তবে তাতে তেমন কোন ক্ষতি হয়নি তাদের। কারণ একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ইমাম-উল হক। ৫০ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানের এই ওপেনার।
লঙ্কানদের হয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন প্রবাথ জয়সুরিয়া। প্রথম ইনিংসেই ৩ উইকেট পেয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে দ্বিশতক করায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে সৌদ শাকিলের হাতে। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ২৪ জুলাই কলম্বোতে শুরু হবে