‘মাস্ট উইন’ ম্যাচে আফগানদের ৩০৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

‘মাস্ট উইন’ ম্যাচে আফগানদের ৩০৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানকে ৩০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে।

চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান।

কলম্বোর পি সারা ওভালে মঙ্গলবার বাংলাদেশের শুরুটা তেমন ভালো ছিল না। যদিও মোহাম্মদ নাঈম ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। মোহাম্মদ ইব্রাহিমের করা ওভারে আসে ১২ রান। কিন্তু দলীয় রান ৩৪ হতেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার।

নাঈম ১৯ বলে ১৮, তানজিদ হাসান ৯ বলে ৯ ও অধিনায়ক সাইফ হাসান ৩ বলে ৪ রান করে ফেরেন।

এরপর চতুর্থ উইকেটে ১১৭ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান জাকির হাসান ও জয়। জাকির ৭২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ করে ফেরেন। এরপর পঞ্চম উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৭৯ রান যোগ করেন জয়। সৌম্য ৪২ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৮ রানের ইনিংস উপহার দিয়েছেন।

পাঁচ নম্বরে খেলতে নেমে ১১৩ বলে সেঞ্চুরি পূরণ করেন ডানহাতি ব্যাটার জয়। ৪৬তম ওভারের শেষ বলে শারাফুদ্দিন আশরাফকে দারুণ এক ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। অবশ্য শতকের পরই আউট হন। পরের ওভারে মোহাম্মদ সালিমকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। জয়ের ১১৪ বলে ঠিক ১০০ রানের ইনিংসে ছিল ১২ চার ও ২ ছক্কা।

শেষ দিকে মেহেদি হাসান ১৯ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৬ রান করেন। সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রানের পুঁজি পায় বাংলাদেশ ‘এ’ দল।

আসরের সেমিফাইনালে খেলতে হলে জয়-সৌম্যদের এ ম্যাচে জিততেই হবে।