নিজের র‍্যাকেট ভেঙে শাস্তি পেলেন জকোভিচ

নিজের র‍্যাকেট ভেঙে শাস্তি পেলেন জকোভিচ
শাস্তি পেলেন জকোভিচ - সংগৃহীত ছবি

এখনো দগদগে উইম্বলডন ফাইনালে হারের ক্ষত। এর মধ্যে নোভাক জকোভিচকে আরো এক দুঃসংবাদ শুনতে হলো। সার্বিয়ান টেনিস তারকা জরিমানার কবলে পড়েছেন।

রবিবার কার্লোজ আলকারাজের বিপক্ষে উইম্বলডন ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারেন জকোভিচ। খেলার এক পর্যায়ে মেজাজ হারান তিনি।

পঞ্চম সেটে একটি শটের রিটার্ন করতে না পারায় হতাশ হয়ে পড়েছিলেন জকোভিচ। এ সময় নেটের একটি পোস্টে সজোরে র‍্যাকেট দিয়ে বেশ কয়েক বার আঘাত করেন। তাতে র‍্যাকেটটি ভেঙে যায় এবং সেই সঙ্গে কাঠের পোস্টটিতেও বেশ কিছু ক্ষত তৈরি হয়।

এ ঘটনায় জকোভিচকে ৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তার রানারআপ প্রাইজমানি থেকে জরিমানার এই অর্থ কেটে নেওয়া হবে।

আলকারাজকে হারাতে পারলে রেকর্ড ২৪তম গ্ল্যান্ড স্ল্যামের স্বাদ পেতেন জকোভিচ। তাতে সার্বিয়ান তারকার উইম্বলডনে শিরোপার সংখ্যা হতো ৮। কিন্তু র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আলকারাজ তা হতে দেননি। গত বছর ইউএস ওপেন জেতার পর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ নেন তিনি।