টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
টস - পুরনো ছবি

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়ে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে এসে ২ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানরা ৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তোলার পরই শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ করে দেন আম্পায়ার।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, সেদিকুল্লাহ আটাল, নূর আহমদ ও ওয়াফাদার মোমান্দ। মোহাম্মদ শাহজাদ।