সরাসরি সেটে ওন্স জাবেরকে হারিয়ে উইম্বলডনের নারী এককের শিরোপা জিতলেন মার্কেতা ভন্দ্রোসোভা। একইসঙ্গে দারুণ একটি ইতিহাসও গড়লেন এই চেক রিপাবলিকের তারকা। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন তিনি।
আজ শনিবার উইম্বলডনে সেন্টার কোর্টে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ম্যাচটি ভন্দ্রোসোভা জিতেছেন ৬-৪, ৬-৪ গেমে। যেখানে ২৪ বছর বয়সী ৪২তম র্যাংকিংয়ে থাকা এই খেলোয়াড়ের এটি ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
যদিও এই ম্যাচে পরিস্কার ফেভারিট ছিলেন তিউনিশিয়ার জাবের। তবে এ নিয়ে তিনটি ফাইনালে হেরে গেলেন তিনি। এর আগে গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন ২৮ বছরের এই তারকা।