তিন ধাপ এগিয়ে ফের শীর্ষ দশে সাকিব

তিন ধাপ এগিয়ে ফের শীর্ষ দশে সাকিব

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ সেঞ্চুরি পেয়েছিলেন। তাতে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এই দুই ব্যাটসম্যান বেশ এগিয়েছেন।

জাদরান ১১ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। ৪৫ ধাপ এগিয়েছেন গুরবাজ, উঠেছেন ৪৫তম স্থানে। আফগান ব্যাটসম্যানদের উত্থানের সিরিজে উন্নতি হয়েছে বাংলাদেশের বোলার সাকিব আল হাসানেরও।

ওয়ানডে সিরিজে ৪ উইকেট নেওয়া সাকিব তিন ধাপ এগিয়ে এখন র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। মোস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে আছেন ২২ নম্বরে। সিরিজের শেষ ওয়ানডেতে ৪ উইকেট নেওয়া শরীফুল ইসলাম এখনো ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ তে জায়গা পাননি। বর্তমানে এই পেসারের অবস্থান ১০৪ নম্বরে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এটিই তাঁর সেরা অবস্থান।

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত বোলিং করা মহীশ তিকশানা ১৩ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে আছেন। বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কান স্পিনার তিকশানা উইকেট ২১টি।

চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়ার সেরা পারফর্মারদের একজন ট্রাভিস হেড। হয়তো সেঞ্চুরি পাননি, তবে তিন টেস্টেই দ্রুতগতিতে ফিফটি তুলে নিয়েছেন হেড। হেডিংলিতে দ্বিতীয় ইনিংসে এই বাঁহাতির ৭৭ রানের ইনিংসেই ভর করেই অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল। যার প্রভাব পড়েছে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও। দুই ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন এই ব্যাটসম্যান। শীর্ষে আছেন চোটের কারণে মাঠের বাইরে থাকা কেইন উইলিয়ামসন।

দুই নম্বরে থাকা হেডের সামনে সুযোগ আছে উইলিয়ামসনকে টপকে যাওয়ার। শীর্ষে থাকা উইলিয়ামসনের চেয়ে মাত্র ৯ রেটিং পয়েন্টে পিছিয়ে হেড। হেডিংলিতে ব্যর্থ হওয়ায় স্টিভ স্মিথ নেমে গেছেন দুই ধাপ, বর্তমানে চার নম্বরে অবস্থান এই ব্যাটসম্যানের। অন্যদের ওঠানামায় না খেলেই তিন ধাপ এগিয়ে তিন নম্বরে আছেন বাবর আজম। ইংল্যান্ডের জন্যই র‍্যাঙ্কিংয়ে ভালো খবর আছে। হেডিংলিতে চতুর্থ ইনিংসে ৭৫ রানের ইনিংস খেলা হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে আছেন ১২ নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে স্টোকসের অবস্থান ১৮ নম্বরে।