আকাশ আগেই কালো মেঘে ছেয়ে গিয়েছিল। শঙ্কা ছিল, যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। সেই শঙ্কাই সত্যি হলো। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামায় ১৬তম ওভারের ১ম বল পরেই খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৪ রান।
বৃষ্টি নামার আগে, পরপর ২ উইকেট হারায় বাংলাদেশ। ১৩তম ওভারের ১ম বলে মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসে প্রথম বল করতে এসেই উইকেট তুলে নেন নবী। সুইপ করতে গিয়ে টপ এজ হয় শান্তর। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন মোহাম্মদ সালিম। ১৬ বলে ১২ রান করেন শান্ত।
এর আগে, ১২তম ওভারের ২য় বলে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। মুজিব-উর-রহমানের বলে পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কায়ারে রহমত শাহর ক্যাচে পরিণত হন লিটন। ৩৫ বলে ২৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এটিই প্রথম ম্যাচ বাংলাদেশের। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা সতর্ক শুরু পেলেও সপ্তম ওভারে ছন্দপতন হয়। ব্যক্তিগত ১৩ রানে ফজলহক ফারুকির বলে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজকে ক্যাচ দেন তামিম ইকবাল।
এদিন, বাংলাদেশ একাদশে ফিরেছেন আফিফ হোসেন। চট্টগ্রামের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বাদ পড়েছিলেন তিনি। এ ম্যাচে তাকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন।