নেপালকে হারিয়ে সুপার সিক্সে খেলা নিশ্চিত করলো নেদারল্যান্ডস

নেপালকে হারিয়ে সুপার সিক্সে খেলা নিশ্চিত করলো নেদারল্যান্ডস
১৩৭ বল বাকি রেখেই জয় তুলে নেয় নেদারল্যান্ডস - সংগৃহীত ছবি

পেসার লোগান ভ্যান বিক ও ব্যাটার ম্যাক ও’দাউদের নৈপুণ্য নেদারল্যান্ডস ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নেপালকে নিজেদের তৃতীয় ম্যাচে সাত উইকেটে হারিয়েছে। এই জয়ে ডাচদের সুপার সিক্সে খেলা নিশ্চিত হলো।

নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচও হেরে গ্রুপ পর্ব থেকেই বাছাই পর্ব শেষ করল নেপাল। ডাচদের এই জয়ে সুপার সিক্স নিশ্চিত হয়েছে জিম্বাবুয়েও ওয়েস্ট ইন্ডিজেরও।

‘এ’ গ্রুপে হারারে টাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের আটসাট বোলিংয়ে ৪৪ দশমিক ৩ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক রোহিত পাউডেল। নেদারল্যান্ডসের বিক ২৪ রানে ৪ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

জবাবে ওপেনার ও’দাউদের মারমুখী ৯০ রানের সুবাদে ১৩৭ বল বাকি রেখেই জয় তুলে নেয় নেদারল্যান্ডস। ৭৫ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ও’ডাউড। এছাড়া বিক্রমজিত সিং ৩০ ও বাস ডি লিডে অপরাজিত ৪১ রান করেন। ম্যাচ সেরা হন ও’দাউদ।