বাংলাদেশ চার বছর পর আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে নেমেছে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টাইগারদের টেস্ট দলের নেতৃত্বে দেবেন লিটন দাস। দেশের ১২তম অধিনায়ক হিসেবে আজ টস করতে নামেন তিনি। তবে তিনি অভিষেকেই টসে হেরেছেন।
আজ বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসে ঢাকা পিচে টসে জিতেছে আফগানিস্তান। এরপর সফরকারী অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
শহিদী বলছেন, নতুন উইকেট এবং গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করতো কিনা- এমন প্রশ্নের জবাবে লিটন দাস বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই।’
ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টে অভিষেকটা দুর্দান্ত হলো আফগানিস্তান পেসার নিজাত মাসুদের। নিজের প্রথম বলেই উইকেট তুলে নিলেন তিনি। ফেরালেন চোট কাটিয়ে বাংলাদেশ দলে ফেরা জাকির হাসানকে। ১ রান করে ফিরে গেছেন এই ওপেনার।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৫৩ রান।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, হাশমতুলাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটকিপার), করিম জানাত, আমির হামজা, জহির খান, নিজাত মাসুদ, ইয়ামিন আহমদজাই।