ওয়ানডে টি-টোয়েন্টির পর এবার টেস্টেও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ওয়ানডে টি-টোয়েন্টির পর এবার টেস্টেও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
ইএসপিএন ক্রিকইন্ফো থেকে সংগৃহীত ছবি

ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড লেখা হলো অস্ট্রেলিয়ার। একদিনের ক্রিকেট থেকে শুরু করে ছোট ফরম্যাটের পর এবার সবচেয়ে বড় ফরম্যাটের ক্রিকেট অর্থাৎ টেস্টেও বিশ্ব চ্যাম্পিয়নের খাতায় নাম লেখালো অজিরা।

আজ রোববার তারা ইংল্যান্ডের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানে ভারত গুটিয়ে গেলে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ব্যাট করতে নামে স্মিথরা।

দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। ভারতের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৪৪৪। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৩৪ রান তুলতেই ভারতের খরচ হয়ে যায় সব কয়টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৬৯

ভারত প্রথম ইনিংস: ২৯৬

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: (৮৪.৩ ওভারে ২৭০/৮ ডিক্লে.) (ল্যাবুশেন ৪১, গ্রিন ২৫ ক্যারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ১৬.৩-৬-৩৯-২, সিরাজ ২০-২-৮০-১, শার্দুল ৮-১-২১-০, উমেশ ১৭-১-৫৪-২, জাদেজা ২৩-৪-৫৮-৩)

ভারত দ্বিতীয় ইনিংস: ২৩৪ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভরত ২৩, শার্দুল ০, উমেশ যাদব ০, শামি ১৩, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোলান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-০-১৩-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)

ফলাফল- অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।