সাকিবকে নিয়ে সুখবর দিলেন বিসিবির প্রধান চিকিৎসক

সাকিবকে নিয়ে সুখবর দিলেন বিসিবির প্রধান চিকিৎসক
অলরাউন্ডার সাকিব আল হাসান - ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না একমাত্র টেস্টে। আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন লাল বলে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। তবে চোট কাটিয়ে তার ওয়ানডে সিরিজে ফেরার ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আশাবাদী।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে ঘাম ঝরিয়েছেন সাকিব। জিম করার পাশাপাশি মাঠে রানিং করেছেন। অর্থাৎ ১৪ জুন মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজের আগে নিজেকে তৈরি করার মিশনে নেমে পড়েছেন এই অলরাউন্ডার।

সাকিবের চোটটা ডানহাতে। অর্থাৎ বোলিং করতে তার খুব বেশি অসুবিধা হবে না। তবে ব্যাটিংয়ে অস্বস্তি হতে পারে। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই। অর্থাৎ সেরে উঠতে হাতে বেশ সময়ও রয়েছে।

সাকিবের আঙুলের এক্স-রে রিপোর্ট দেখে দেবাশিস চৌধুরী বলছেন, ‘দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।’

তবে এর আগে সাকিবের ফিটনেস ফিরে পাওয়াটা মূল চ্যালেঞ্জ মনে করছেন বিসিবির এই প্রধান চিকিৎসক। জানালেন বাঁহাতি অলরাউন্ডারের পুনর্বাসন প্রক্রিয়াও শুরু হবে দ্রুত।

৮ ও ১১ জুলাই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৪ ও ১৬ জুলাই খেলবে দুটি টি-টোয়েন্টি।