হেড-স্মিথের ব্যাটিং দৃঢ়তায় শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

হেড-স্মিথের ব্যাটিং দৃঢ়তায় শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া
প্রথম দিন শেষে হেড ১৪৬ ও স্মিথ ৯৫ রানে অপরাজিত আছেন - ইএসপিএন ক্রিকইন্ফো থেকে সংগৃহীত ছবি

মোহাম্মদ সিরাজের বলে উসমান খাজা যখন ফিরে যান তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে রান মাত্র ২। দলীয় ৭১ রানের মাথায় ডেভিড ওয়ার্নার ও ৭৬ রানের মাথায় আউট হন মার্নাস লাবুশেন। সেখান থেকে ট্রাভিস হেডের দেড়শ ছুঁই ছুঁই ইনিংস ও স্টিভ স্মিথের ৯৫ রানে ভর করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন শেষে ৩২৭ রান করেছে প্যাট কামিন্সের দল।

বুধবার (৭ জুন) ওভালে সারাদিনই বলে বাউন্স হয়েছে। শুরুর দিকে সিম ধরলেও শেষে সুবিধা পান হেড-স্মিথরা। খাজা আউট হন সিরাজের আউট সুইঙ্গারে। ওভার দ্য উইকেট থেকে করা সিরাজের বলে ক্যাচ নেন ভারত উইকেটরক্ষক শ্রীকর। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি অজি ওপেনার। এক উইকেট হারানোর পর লাবুশেস ও ডেভিড ওয়ার্নার মিলে ইনিংস গড়তে থাকেন।

প্রথম সেশনের শেষভাগে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার-লাবুশেন। এদের মধ্যে প্রথম জনকে শার্দুল ঠাকুর ও দ্বিতীয় জনকে মোহাম্মদ শামি শিকারে পরিণত করেন। ওয়ার্নার ৬০ বলে ৪৩ ও লাবুশেন ৬২ বলে করেন ২৬ রান।

হেড-স্মিথের দৃঢ়তায় বাকি দুই সেশনে আর কোনো উইকেট নিতে পারেনি রোহিত শর্মার দল। স্মিথ ধরে খেলতে থাকলেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন হেড। ৬০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর ১০৬ বলে সেঞ্চুরি তুলে নেন হেড। স্মিথ ১৪৪ বলে ৫০ রান করার পর ইনিংস এক্সেলারেট করেন। প্রথম দিনের শেষ পর্যন্ত দুজনে মিলে ৩৭০ বলে ২৫০ রানের পার্টনারশিপ গড়েন।

প্রথম দিন শেষে হেড ১৪৬ ও স্মিথ ৯৫ রানে অপরাজিত আছেন। ১৫৬ বলে হেডের ইনিংসে আছে ২২টি চার ও একটি ছক্কার মার। স্মিথ ২২৭ বলে মেরেছেন ১৩টি চার।