জয়ের আশা জাগিয়েও ক্যারিবিয়ানদের বিপক্ষে হার টাইগারদের

জয়ের আশা জাগিয়েও ক্যারিবিয়ানদের বিপক্ষে হার টাইগারদের
দিনশেষে টাইগারদের মুখে এ হাসি আর ধরে রাখতে পারেনি - সংগৃহীত ছবি

চতুর্থ ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে একপর্যায়ে ১৫০ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। কেবল অধিনায়ক জশুয়া দ্য সিলভাই ছিলেন স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে। তবে এরপর টাইগাররা আর ক্যারিবিয়ানাদের একটি উইকেটও ফেলতে পারেনি। ফলে তারা ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়।

এর আগে, চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে সকালে ৮ ওভারও টিকতে পারেনি দল। ২৮৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন নাঈম হাসান। ভাঙ্গে ইরফান শুক্কুর ও তার ৭৮ রানের জুটি। এরপর ২৯২ রানে তানজিম হাসান সাকিব বিদায় নেন। আর ২৯৭ রানে শুক্কুর (৭২) ও খালেদ আহমেদের উইকেট হারায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ বল করেন কেভিন সিনক্লেয়ার। ৭৯ রানে তার শিকার ৫ উইকেট। দুইটি করে উইকেট নিয়েছেন আকিম জর্দান ও জেয়ার ম্যাকঅ্যালিস্টার।

১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৭৬ রানের জুটি গড়েন ব্রেন্ডন কিং ও ডি সিলভা। ১৪৬ রানে ফেরেন দলের একমাত্র অর্ধশতক পাওয়া কিং। ১৫০ রানে ফেরেন সিনক্লেয়ারও। তবে অষ্টম উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ডি সিলভা ও আকিম। ৪৭ রানে অপরাজিত থাকেন সিলভা, আকিম ২০ বলে ২২ রানের হার না মানা ইনিংস খেলেন।

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ২৩৭ রানের জবাবে ৩৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান।